ব্রেকিং নিউজ
লাগামহীন নিত্যপণ্যের বাজারে ,অসহায় ক্রেতারা মসজিদে তালা দিয়ে অগ্নিসংযোগ করে ১১ মুসল্লিকে হত্যা ক্যান্সার আক্রান্ত স্কুলছাত্রের চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন "সুন্দরবন নিউজ" ‘কেস খেলবা, আসো অভিনেত্রী নিপুণকে ডিপজল হাদিসের প্রভাষক শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সুধা রানীর ইভটিজিংয়ের মিথ্যা অভিযোগ দেওয়ায় জাবি ছাত্রীকে অর্থদণ্ড এবং দুই ছাত্র বহিষ্কার
×

খেলা ডেস্ক
প্রকাশ : ১৩/১২/২০২৩, ৪:১৬:১৯ PM

এশিয়া কাপ সেমি নিশ্চিতে বাংলাদেশের দরকার ২০০ রান

প্রথম দুই ম্যাচে টানা জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশের যুবারা। ‘বি’ গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত করার লক্ষ্যে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়ছে বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে লঙ্কানরা।

 প্রথম দুই ম্যাচে টানা জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশের যুবারা। ‘বি’ গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত করার লক্ষ্যে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়ছে বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে লঙ্কানরা।

আজ বুধবার (১৩ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯  উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯৯ রান তোলে শ্রীলঙ্কা। ব্যাট হাতে সর্বোচ্চ ২৮ রান করেন পুলিন্দু পেরেরা।

ব্যাট হাতে দারুণ শুরু করেন দুই ওপেনার পুলিন্দু পেরেরা ও রাভিশান ডি সিলভা। পুলিন্দুকে ফিরিয়ে এই দুজনের ৩৭ রানের জুটি ভাঙেন মারুফ মৃধা। ২৯ বলে ২৮ রান আসে পুলিন্দুর ব্যাট থেকে। অবশ্য তার বিদায়ে কিছুটা চাপে পড়লেও সিনেথ জয়াবর্ধনের ব্যাটে সেই চাপ সামাল দেয় লঙ্কানরা।

রাভিশানকে নিয়ে ৩৮ রানের জুটি গড়েন সিনেথ। দলীয় ৭৪ রানে আরেক ওপেনার রাভিশানকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি দেন রাব্বি। এই ব্যাটারের বিদায়ের পরই খেই হারায় লঙ্কানরা। অল্প সময়ের মধ্যেই হারায় আরও পাঁচ ব্যাটার। শেষদিকে বিশ্ব লাহিরুর ব্যাটে ভর করে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় লঙ্কানরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ওয়াসি সিদ্দিক।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল : ৫০ ওভারে ১৯৯/৯ (পুলিন্দু ২৮, রাভিশান ২১, সিনেথ ২৫, দিনুরা ২০, রুসান্দা ২৪, থারুপাতি ০, শারুজান ২১, লাহিরু ২৫, রুবিশান ১৯, দিনুকা ০, গারুকা ৮; মারুফ ৮-২-৩৪-২, রোহনাত  ৯-০-৪০-১, জীবন ১০-১-৩২-১, রিজওয়ান ২-০-১৫-০, ওয়াসি ১০-১-৩২-৩, মাহফুজুর ১০-০-৪০-২, আরিফুল ১-০-৩-০)